আজ ‘অঘোষিত ফাইনাল’ জয়ের আশায় মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ চলে এসেছে জিম্বাবুয়ে সফরে শেষের দুয়ারে। আট বছর পর আফ্রিকার দেশটিতে গিয়ে একমাত্র টেস্টের পর ওয়ানডে সিরিজও ৩-০ তে জিতেছে টাইগাররা। ক্রিকেটের খুদে সংস্করণে এসে পা হড়কাল বাংলাদেশ দল। সফরে টানা ৫ ম্যাচ জয়ের পর ব্যাটিং ব্যর্থতায় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি ২৩ রানে হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে পড়েছে অলিখিত ‘ফাইনাল’। সিরিজ জয়ের আশা, সিরিজ হার এড়ানোর চ্যালেঞ্জ নিয়েই আজ খেলতে নামবে বাংলাদেশ। সমান সুযোগ, সম্ভাবনা থাকছে স্বাগতিক জিম্বাবুয়ের জন্যও। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ সিরিজের শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।

পরিকল্পনা, দায়িত্বহীন ব্যাটিংয়ে মাহমুদউল্লাহর দল দ্বিতীয় ম্যাচ হারলেও আজ সিরিজ জিততে মুখিয়ে। ফাইনাল ধরেই ম্যাচটিতে লড়তে চায় টাইগাররা। ম্যাচটি নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘যেহেতু একটা ম্যাচ আছে, ঐ ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ম্যাচ জয়ের চেষ্টা করব।’

গতকাল তরুণ পেসার শরীফুল ইসলামের কণ্ঠেও পাওয়া গেল একই সুর। বাঁহাতি এ পেসার বলেছেন, ‘ইনশাআল্লাহ কালকে (আজ) যেহেতু আমাদের জন্য ফাইনাল ম্যাচের মতো। কালকে (আজ) যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে সহজেই জিততে পারব বলে আমার মনে হয়। প্রথম বল থেকে শেষ পর্যন্ত আমরা ইতিবাচক থাকব। দেখা যাক খেলা শেষে কী হয়। তবে এখন থেকে আমরা পজিটিভ আছি যে জিতব। জেতার মনোভাব নিয়েই নামব।’

আজ বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল লিটন দাস ও মুস্তাফিজুর রহমানকে। সিরিজ জয়ের চ্যালেঞ্জ রয়েছে বলেই আজ একাদশে ফিরতে পারেন তারা।

সিরিজে একমাত্র জয়ের পর দারুণ উজ্জীবিত জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজা বলেছেন, ট্রফির খোঁজে আজ খেলতে নামবে তার দল। স্বাগতিকদের একাদশে আজ পরিবর্তনের সম্ভাবনা কম।

Scroll to Top