কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল লুকাস পাকুয়েতার একমাত্র গোলে চিলিকে হারিয়ে সেমি-ফাইনালে পা রাখলো। দ্বিয়ার্ধের পুরোটা সময় দশ জন নিয়ে খেলা চিলি সেলেসাওদের সঙ্গে পেরে উঠতে পারেনি। উল্টো হেরে আসর থেকে বিদায় নেয় সাবেক চ্যাম্পিয়নরা। আজ শনিবার ভোরে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে জিতেছে ব্রাজিল।
ম্যাচের শুরু থেকে ব্রাজিলের সঙ্গে চিলি সমান তালে আক্রমণ বাড়ায়। দলের সবচেয়ে বড় তারকা ফরোয়ার্ড আলেক্স সানসেস দলে ফেরায় আক্রমণ ভাগে বাড়ে শক্তিও। ম্যাচের শুরু থেকে সুযোগ পেলেই ব্রাজিলের রক্ষণের পরীক্ষা নিতে থাকে চিলি।
প্রথমার্ধজুড়ে খুব উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি কেউই। ব্রাজিল গোলমুখে তিনবার শট নিলেও চিলির গোলরক্ষক ব্রাভো তা খুব সহজেই তা ঠেকিয়ে দেয়। বিপরীতে ব্রাজিলিয়ান গোলরক্ষক এদারসনের খুব একটা পরীক্ষা নিতে পারেনি চিলি। পুরো প্রথমার্ধজুড়ে মলিন ছিল নেইমার-ফিরমিনোদের পারফরমেন্স। বিরতি থেকে ফিরে দ্বিতীয় এগিয়ে যায় ব্রাজিল। ডি-বক্সের সামনে থেকে নেইমারের বাড়ানো ক্রসে দলকে এগিয়ে নেন লুকাস পাকুয়েতা। দু\’মিনিট পরই প্রতিপক্ষের খেলোয়াড়কে বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গাব্রিয়েল জেসুস।
৬২তম মিনিটে ডি-বক্সে সামনে পাওয়া ফ্রি-কিকে সমতায় ফিরতে পারতো চিলি। বল জালেও জড়িয়েছিল তারা। তবে রেফারি অফসাইডের বাঁশি বাজায়। ভিএআরের সাহায্য নিয়ে নিজের সিদ্ধান্তে অটট থাকেন ম্যাচ রেফরি। ৬৬তম মিনিটে পাল্টা আক্রমণে বল নিয়ে চিলির ডি-বক্সে ঢুকে পড়েন নেইমার। তবে ব্রাভোর বাধায় রক্ষা পায় চিলি। এরই মাঝে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে চিলি। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠে। শেষের দিকে ব্রাজিলের বেশ কয়েকটি আক্রমণ আটকে দেয় চিলি। নির্দিষ্ট সময়ে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। সেমি-ফাইনালে পেরুর মুখোমুখি হবে শিরোপাধারীরা।