ব্রাজিলের জয়রথ থামিয়ে দিল ইকুয়েডর

কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা ব্রাজিল হোঁচট খেলো গ্রুপ পর্বের শেষ ম্যাচে। ইকুয়েডর তাদের জয়রথ থামিয়ে দিয়েছে। কোপা আমেরিকায় টানা তিন ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে ছিল ব্রাজিল। এর আগে সেলেসাওদের বিপক্ষে কেবল মাত্র দু’বার জেতা ইকুয়েডরের বিপক্ষে কাগজে-কলমে ফেভারিট ছিল ব্রাজিলই। কিন্তু সব হিসেব পাল্টে দিয়ে রোববার (২৮ জুন) গয়ানিয়ায় ব্রাজিলকে শেষ ম্যাচে ১-১ গোলে রুখে দিয়েছে তারা।

আগেই কোয়ার্টার ফাইনাল ও গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা ব্রাজিল শেষ ম্য্যাচে নামিয়েছে নতুন মুখ। নেইমার, থিয়াগো সিলভা, ফ্রেডরা ছিলেন বেঞ্চে। আগের ম্যাচ থেকে কেবল অধিনায়ক মারকুইনহোস ও গোলকিপার আলিসন ছিলেন প্রথম একাদশে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে এডার মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৩৭ মিনিটে এভারটনের ক্রস থেকে অনেক উঁচুতে লাফিয়ে দুর্দান্ত হেডে লিড এনে দেন মিলিতাও। এর আগে গ্যাবি ও পাকুয়েতা গোলের সুযোগ তৈরি করেও সফল হতে পারেননি। ওই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের মাথায় ইকুয়েডরকে সমতায় ফেরান অ্যাঞ্জেল মেনা। দারুণ দলগত নৈপুণ্যে দুটি হেড ও পাস থেকে সমতাসূচক গোলটি করেন মেনা। তার ওই গোলেই পয়েন্ট ভাগাভাগি করে ইকুয়েডর। এ জয়ে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট তুলে কোয়ার্টার ফাইনালে পা রাখছে তিতের দল। অন্যদিকে, ড্র করেও চতুর্থ দল হিসেবে গ্রুপ থেকে ব্রাজিলের সঙ্গী ইকুয়েডর।

আগামী ২ জুলাই নিলতন অলিম্পিক সান্তোসের মাঠে কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল, তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চতুর্থ দল।

Scroll to Top