‘ক্ষমতা থাকলে সব পুরস্কার মেসিকেই দিতাম’

লিওনেল মেসির সঙ্গে কোনো ফুটবলারই প্রতিযোগিতা করে পারবে না। ইউরোপীয় ফুটবলে শততম গোল করার পর বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তমেউ এ কথা বলেন।

এর আগে অনেকবারই মেসির প্রশাংসা করেছিলেন বার্সা সভাপতি। ফুটবল বিশ্বের এ তারকাকে নিয়ে যে নতুন কিছু বলার থাকে না সেটি শিকার করেই কখনো মাঠে বসে কিংবা টিভির পর্দায় এ তারকার খেলা উপভোগ করেন।

এমন মাইলফলকের দিনে আর চুপ করে থাকেননি বার্তামেউ। পাঁচ বারের বর্ষসেরা ফুটবলারের খেলায় অভিভূত বার্তমেউ বলেন, আমি যদি প্রতিযোগিতা মূলক কাজের জন্য পুরস্কার দিতে পারতাম তাহলে সবগুলো মেসিকেই দিতাম। কেউ তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পেরে উঠবে না। সে একটা যুগ তৈরি করেছে। এবং সেই যুগে সেই রাজা।

বার্সা টিভিকে তিনি বলেন, মেসির বয়স এখন ৩০ হলেও তার খেলার ধার কমার কোনো লক্ষণ নেই।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম