চলতি মাসের শুরুতে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের হানায় স্থগিত করা হয় আইপিএল। রাজস্থান রয়্যালসের জার্সিতে ৭ ম্যাচ খেলেই দেশে ফেরেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৮ উইকেট নিয়ে ক্রিস মরিসের পর দলের দ্বিতীয় শীর্ষ উইকেটশিকারি তিনি। বাংলাদেশের এই বাঁহাতি পেসারের কাছ থেকে কাটার ও ইয়র্কার শেখার আগ্রহ দেখিয়েছেন দলের তরুণ পেসাররা। আর তাদের আশাহত করেননি কাটার মাস্টার।
টুর্নামেন্ট চলাকালে তার সঙ্গে সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে দলের অন্য তরুণ পেসারদের নিয়ে তার পর্যবেক্ষণের কথা জানান বাংলাদেশি পেসার, ‘ওদের শেখার আগ্রহটা খুব বেশি, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। তারা আমার কাছে শোনে যে আমি কীভাবে কাটার মারি বা ইয়র্কারটা ভালোভাবে করি। তারা আরও কিছু জানতে চায়। আমি তাদের কাছে আমার মতো করে বলি, তারাও আমার কথা শুনে সেভাবে চেষ্টা করে।’
নতুন ক্লাবে গিয়ে মানিয়ে নিতে এতটুকু সমস্যা হয়নি মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের সাবেক পেসারের। মুস্তাফিজ বলেছেন, ‘আমি যখন এখানে এসেছি, আমার মনেই হয়নি যে নতুন ক্লাবে এসেছি। দলের সবাই খেলোয়াড়, কোচিং স্টাফরা আমাকে ভালোভাবে গ্রহণ করেছে। দারুণ সময় কেটেছে, সবাই অনেক ভালো।’