রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটির গড়া হয়নি ইতিহাস। প্রথমবারের মতো আর্চারি বিশ্বকাপের ফাইনালে উঠে রৌপ্য পেলেন তারা। নেদারল্যান্ডসের কাছে হেরে স্বর্ণ পদক জেতা হয়নি বাংলাদেশের।
গতকাল রোববার সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপের ফাইনালের মঞ্চে লাল-সবুজের পতাকা উড়ানোর অপেক্ষায় ছিলেন তারা। দেশের ৫০ বছরের ক্রীড়া ইতিহাসে এই প্রথম বৈশ্বিক কোনো প্রতিযোগিতার ফাইনাল উঠেছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালে এসে ৫/১ সেটে হেরে রুপা পেয়েছে বাংলাদেশের দুই আর্চার।
এর আগে, ১/১২ এর খেলায় ৫-৩ সেট পয়েন্টে ইরানকে এবং ১/৮ এর খেলায় ৫-১ সেট পয়েন্টে জার্মানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। পরে কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে ওঠেন তারা। সেমিফাইনালে ৫-৩ সেটে কানাডাকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।