শুরুতে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে জুভেন্টাস। পরে অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে সেরি আর চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে তারা স্পোর্তিং লিসবনকে। দাপুটে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখও। ঘরের মাঠে ব্যাভারিয়ানরা ৩-০ গোলে হারিয়েছে সেল্টিককে। বেনফিকার মাঠ থেকে আবার গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
এদিকে চ্যাম্পিয়নস লিগে চেলসি-রোমার ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে লড়াই হয়েছে সমানে সমান। দুই গোলে পিছিয়ে পড়া রোমাই আবার এগিয়ে গিয়েছিল, যদিও এডেন হ্যাজার্ডের লক্ষ্যভেদে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়ে স্বাগতিকরা।
খেলার ১২তম মিনিটে জেলসন মার্তিন্সের শট গোলরক্ষক জানলুইজি বুফ্ফন ফেরানোর পর সামনে থাকা আলেক্স সান্দ্রোর পায়ে লেগে বল জালে চলে যায়। এর ফলে ১-০ গোলে পিছিয়ে পড়ে জুভেন্টাস। তারপর ২৯তম মিনিটে সমতায় ফেরে জুভেন্টাস। ৮৪তম মিনিটে এগিয়ে যায় সেরি আর চ্যাম্পিয়নরা। বাঁ দিক থেকে দগলাস কস্তার বাড়ানো ক্রসে ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মানজুকিচের ঝুঁকে নেয়া হেডে পরাস্ত হন গোলরক্ষক। এ গোলেই ৩ পয়েন্ট নিশ্চিত হয় তারা।
বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জোসে মরিনিয়োর দল। নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় সেল্টিককে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। তারা ৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
স্ট্যামফোর্ড ব্রিজে রোমাঞ্চকর ম্যাচে রোমার সঙ্গে ৩-৩ ড্র করেছে চেলসি। তারা ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসপি