সাকারিয়ার বাবার মৃত্যুতে সমবেদনা জানিয়ে মোস্তাফিজের টুইট

মোস্তাফিজ সাকারিয়ার একসঙ্গে প্রায় এক মাসের মতো সময় কেটেছে রাজস্থান রয়্যালসের টিম হোটেলে। উইকেটের উদযাপনে কখনও মনেই হয়নি দুজনে ভিন্ন দেশের ক্রিকেটার। ক্রিকেট তাদের বন্ধুর মতন এক করে দিয়েছে।

তাই তো মোস্তাফিজের বেশি খারাপ লাগাটাই স্বাভাবিক। রাজস্থানের তরুণ পেসার চেতন সাকারিয়ার বাবা আইপিএল চলাকালীন সময়েই করোনায় আক্রান্ত হয়েছিলেন।

কিন্তু খেলার কারণে সাকারিয়া যেতে পারেননি বাবার কাছে। মাঝপথে আইপিএল স্থগিত হওয়ায় বাড়ি ফিরেই সাকারিয়াকে ছুটতে হয়েছে হাসপাতালের বারান্দায়। বাঁচানোর প্রাণপণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাবা কাঞ্জিভাইকে করোনার কাছে হার মানতে হয়েছে।

টাইগার কাটার মাস্টারকে ছুঁয়ে গেছে সাকারিয়ার বাবার মৃত্যু। সতীর্থকে সমবেদনা জানিয়ে টুইট করেছেন, \”সাকারিয়ার বাবার মৃত্যুর খবরে ব্যথিত হয়েছি। তার জন্য গভীর সমবেদনা এবং তার পরিবারের জন্য। শক্ত থেকো ভাই।\”

আইপিএল শুরুর ঠিক আগেই সাকারিয়া বড় ভাইকে হারান। আইপিএল শেষে হারান বাবাকে। ২২ বছর বয়সে সাকারিয়া পরপর দুজন আপন মানুষ হারালেন।

Scroll to Top