রাজস্থান রয়্যালসের ক্রিকেটার চেতন সাকারিয়া আইপিএল স্থগিত হওয়ায় বাড়িতে ফিরেই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই বোলারের বাবা আক্রান্ত হয়েছেন করোনায়। আইপিএল স্থগিত হওয়ায় বাড়িতে ফিরে বেশিরভাগ সময়ই কাটাতে হচ্ছে তাকে হাসপাতালে।
চেতন সাকারিয়া ছিলেন স্থগিত হওয়া আইপিএলের ১৪তম আসরের অন্যতম চমক। প্রথমবারের মতো এই তরুণ বাঁহাতি পেসার এবারের আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। রাজস্থান নিলামে তাকে ১ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। তবে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় আইপিএলের পুরো অর্থ পাননি। আংশিক পারিশ্রমিক যা পেয়েছিলেন তা দিয়িই বাবার চিকিৎসা চালাচ্ছেন তিনি।
আর্থিকভাবে অসচ্ছল এই ক্রিকেটারের বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার ওপর নির্ভরশীল পুরো পরিবার। এ বিষয়ে সাকারিয়া বলেন, ‘করোনার কারণে আইপিএল বন্ধ হলো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি। ক্রিকেটই আমার আয়ের একমাত্র উৎস। আইপিএল থেকে অর্জিত অর্থ দিয়েই আমি আমার বাবার উন্নতি চিকিৎসা করাতে পারব আশা করি।’
তিনি আরও বলেন, ‘যদি আইপিএল এবার একেবারেই না হতো, তাহলে আমার জন্য কঠিন হয়ে যেতো। আমার বাবা টেম্পো চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন সারাজীবন। তবে আইপিএলে সুযোগ পাওয়াতে আমাদের জীবনের পরিবর্তনের আশা জেগেছিল।’