ক্রিকেটারদের করোনা সংক্রমণের কারণে আইপিএল স্থগিত

বায়ো-বাবলে থেকেও বেশ কয়েকটি দলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আইপিএলের ১৪তম আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। আজ মঙ্গলবার দুপুরে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা এই তথ্য নিশ্চিত করেন।

ভারতে করোনার ঊর্ধমুখি সংক্রমণের মাঝেও আইপিএলের আয়োজন করা হয় বেশ ঘটা করে। তবে ক্রিকেটারদের সুরক্ষার জন্য জৈব-সুরক্ষা বলয় বা বায়ো-বাবল সুবিধা নিশ্চিত করা হলেও তা আর টেকেনি। গতকাল কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটারের পর এবার চেন্নাই সুপার কিংসের বেশ কয়েকজন কোভিড আক্রান্ত হন।

দলে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে মাঠে নামতে পারেনি কালকাতা নাইট রাইডার্স। এরপরই আইপিএল স্থগিতের জন্য বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি হলে স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

Scroll to Top