টানা নয় মৌসুম আবারো পর শিরোপা বঞ্চিত জুভেন্টাস। সাদা-কালো শিবিরের জন্য সিরি আ’র শেষ চারে টিকে থাকা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ফলে সম্ভাবনা রয়েছে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে না খেলতে পারার। এমন পরিস্থিতিতে লিগ ম্যাচে আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা হারতে বসেছিল উদিনেসের কাছে। যদিও শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদোর কল্যাণে পরিত্রান পায় জুভেন্টাস। পিছিয়ে থেকেও দুটি গোল করে দলকে ম্যাচ জেতালেন।
রোববার দিবাগত রাতে তুরিনের দলটি ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে। ঘরের মাঠ স্টাডিও ফ্রিউলিতে ম্যাচের দশম মিনিটেই গোল পায় উদিনেস। আর্জেন্টাইন রাইটব্যাক নাহুয়েল মলিনা এগিয়ে দেন স্বাগতিকদের।
৮১ মিনিটে রোনালদো ফ্রি-কিক নিলে ডি বক্সে তা স্বাগতিক মিডফিল্ডার রদ্রিগো পলের হাতে লাগে। এতে পেনাল্টি পায় জুভেন্টাস। গোল তুলে দলকে সমতায় ফেরান পর্তুগীজ মহাতারকা। ৮৯ মিনিটে আদ্রিয়েন রাবিওতের বাড়ানো বলে দুর্দান্ত হেডে দলকে জয় এনে দেন সিআর সেভেন।
৩৪ ম্যাচ শেষে আতালান্তা, জুভেন্টাস ও এসি মিলানের পয়েন্ট ৬৯। যথাক্রমে ২, ৩ ও ৪ নম্বরে রয়েছে তারা। সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে এরই মধ্যে লিগের চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান।