লা লিগার শিরোপা জয়ের মিশনে ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়ে টিকে রইলো বার্সেলোনা। রোববার দিবাগত রাতে জোড়া গোল করেছেন লিওনেল মেসি।
ভ্যালেন্সিয়ার মাঠে নামলেই বার্সা যেনো অন্য রূপে দেখা দেয়। এই ম্যাচেও ৫০ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে কাতালান ক্লাবটি।
মেসতাল্লা স্টেডিয়ামে বার্সেলোনাকে ৭ মিনিট পরেই সমতায় ফেরান অধিনায়ক মেসি। পেনাল্টিতে গোল মিস করলেও আর্জেন্টাইন ফরোয়ার্ড শেষ পর্যন্ত তা গোলে রূপান্তরিত করেন।
আঁতোয়া গ্রিজমান ৬৩ মিনিটে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন। জরদি আলবার ক্রসে ফ্রেঙ্কি ডি ইয়ং হেড করেন তা ভ্যালেন্সিয়ার গোলরক্ষক ঠেকিয়ে দেন। তবে ফ্রেঞ্চ তারকা গ্রিজমান কোনো ভুল করেননি গোল করতে। অন্যদিকে ৬৯ মিনিটে ফ্রি কিক থেকে মেসি তার জোড়া পূর্ণ করেন। শেষ মুহুর্তে ভ্যালেন্সিয়া আরও এক গোল শোধ দিলেও এড়াতে পারেনি হার।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ।