জনপ্রিয় ফুটবল আসর স্প্যানিশ লা লিগায় শনিবার রাতের ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ। দুই মাদ্রিদের জয়ে জমে উঠেছে শিরোপার লড়াই। এই লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও।
ঘরের মাঠে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত কোনো গোল না হলেও ৭৬ ও ৮০ মিনিটে গোল দুটি করেন এডের মিলিটাও ও ক্যাসেমিরো। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।
দিনের অপর ম্যাচে মার্কোস লরেন্তের গোলে এলচের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। গোল করেছিলেন লুইস সুয়ারেজও। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। শেষদিকে পেনাল্টি পেয়েও সমতা ফেরাতে পারেনি এলচে।
এই জয়ের ফলে ৩৪ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অ্যাতলেতিকো। অন্যদিকে সমানসংখ্যাক ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে বার্সেলোনা। বিশ্বের জনপ্রিয় খেলা গুলোর মধ্যে ফুটবল হচ্ছে অন্যতম।