ফুটবলে সর্বকালের সেরা কে? এই প্রশ্নের তর্কযুদ্ধে নিষ্পত্তিতে আসবেন না লিওনেল মেসি কিংবা পেলের ভক্তরা। কিন্তু যদি প্রশ্ন করা হয় কোনো নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল কার? সেখানে কোনো তর্ক থাকার প্রশ্নই আসেনা। এখন এককভাবে সে কৃতিত্ব শুধুই মেসির।
মেসির রেকর্ড গড়া বুট জোড়া বিক্রি হলো রেকর্ড দামে। লিওনেল মেসি যে বুট পরে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন তা বিক্রি হয়েছে প্রায় দেড় কোটি টাকায়। নিলামে এর আগে এত দামে বুট বিক্রি হওয়ার কোনো ইতিহাস নেই। স্পেনের একটি হাসপাতালে শিশুদের চিকিৎসার কাজে ব্যয় করা হবে এখান থেকে প্রাপ্ত অর্থ।
এই অর্জন বার্সেলোনা স্ট্রাইকার গড়েন রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে গেল ২২ ডিসেম্বর ম্যাচে। তারপর থেকেই এর প্রত্যেকটি অনুষঙ্গই যেনো এক একটি ইতিহাস। যার শক্ত দাবিদার লিও\’র পা মুড়িয়ে থাকা এক জোড়া বুট। কেননা রেকর্ডের প্রথম স্পর্শ যে এসেছে সেখান থেকেই।
নিজ দেশ আর্জেন্টিনা কিংবা স্পেনে মেসির দাতব্য কাজের তালিকা বেশ লম্বা। অসহায় শিশুদের পাশে প্রত্যেক বছর নিজের পারিশ্রমিকের বড় একটি অংশ খরচ করেন তিনি। এ ছাড়াও বিশেষ প্রোগ্রাম থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই খরচ হয় এসব কাজে। তারই অংশ হিসেবে এই বুট জোড়ার নিলাম করেন তিনি।
এর আগে রেকর্ড গড়ার পরই বুট জোড়ার জায়গা হয় বার্সেলোনার জাদুঘরে। লিওনেল মেসির স্বাক্ষরিত এই জুতা টিকিট কেটে দেখেছেন দর্শনার্থীরা। পরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় নিলামের। যে প্রক্রিয়ায় যুক্ত করা হয় ব্রিটিশ অকশন প্রতিষ্ঠান ক্রিসটিসকে।
ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই বুটের নিলাম ব্যাপক সাড়া ফেলে বিশ্বজুড়ে। বিভিন্ন পার্টির দর-কষাকষি শেষে বিক্রি হয় এক লাখ ৭২ হাজার ৮০৩ ডলারে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। নিলামে এত বেশি দামে বুট বিক্রি হওয়ার রেকর্ড আর নেই।
অকশন থেকে পাওয়া এই অর্থের পুরোটাই খরচ করা হবে স্পেনের ভ্যাল ডি-হেবরন ইউনিভার্সিটি হাসপাতালের গবেষণার কাজে। যেখানে মূলত চিকিৎসা দেয়া হয় ক্যানসার আক্রান্ত শিশুদের। এমন মহৎ কাজের অংশ এর আগেও অনেকবারই হয়েছিলেন লিওনেল মেসি।