আবার বাবা হচ্ছেন মেসি?

আবার বাবা হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এমন খবরই দিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। আর্জেন্টিনার পত্রিকা ওলে’র খবর, লিওনেল মেসি ও আন্তোনেল্লা রোকুজ্জো দম্পতির ঘরে আসছে তৃতীয় সন্তান।

এমন খবর দিয়ে টুইট করেছে ইএসপিএন আর্জেন্টিনাও, ‘দারুণ খবর, লিওনেল মেসি ও তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো তৃতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন। অভিনন্দন!’ মেসি অবশ্য এখনো এমন খবরের সত্যতা নিশ্চিত করেননি।

গত ৩০ জুন নিজের জন্ম শহর রোজারিওতে দীর্ঘদিনের বান্ধবী রোকুজ্জোকে বিয়ে করেন মেসি। ইতিমধ্যেই তাদের ঘরে আছে দুই ছেলে থিয়াগো ও মাতেও।

প্রথম সন্তান থিয়াগোর জন্ম ২০১২ সালের নভেম্বরে। আর মাতেও পৃথিবীর আলোতে আসেন ২০১৫ সালের সেপ্টেম্বরে। তথ্যসূত্র : মার্কা, সকারইনফরমেনিয়া ডটকম।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top