রেকর্ড ২২২ মিলিয়ন ট্রান্সফার ফি, বিশাল অঙ্কের বেতন, মোটা অঙ্কের সাইনিং মানি, ব্যক্তিগত জেট বিমান, হোটেল ব্যবসার লভ্যাংশের অংশ-অনেক অনেক সুযোগ-সুবিধার টোপ ফেলেই বার্সেলোনা থেকে নেইমারকে ছিনিয়ে এনেছে পিএসজি। এবার জানা গেল এতো সব সুযোগ-সুবিধার সঙ্গে নানা রকম বোনাসের হাতছানীও আছে নেইমারের সামনে। সেসব বোনাস অবশ্য দেওয়া হবে শর্ত সাপেক্ষে। এই যেমন, লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে হারিয়ে ব্যালন ডি’অর জিততে পারলেই ৩ মিলিয়ন পাউন্ড বোনাস পাবেন ব্রাজিলিয়ান তারকা। বাংলাদেশী মুদ্রায় অঙ্কটা ৩২ কোটি ৫৬ লাখ ৪৬ হাজার ৭২৫ টাকা মাত্র!
লিওনেল মেসির ছায়া থেকে বের হওয়ার লক্ষ্য নিয়েই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন নেইমার। ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা আকার-ইঙ্গিতে বুঝিয়েও দিয়েছেন, বিশ্বসেরা ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়েই পিএসজিতে এসেছেন তিনি। কিন্তু তার এই স্বপ্নের পথে বাঁধার দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছেন বর্তমান বিশ্ব ফুটবলের দুই মহীরুহ মেসি-রোনালদো। গত ৯ বছর ধরেই বিশ্বসেরা ফুটবলারের পুরস্কারটা ভাগাভাগি করে নিয়েছেন দুজনে। এবারও তাদের একজনের হাতেই পুরস্কারটা উঠতে যাচ্ছে।
নেইমারকে বিশ্বসেরা ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করতে হলে তাই পেছনে ফেলতে হবে মেসি-রোনালদোকে। সেই স্বপ্নের পথে পিএসজির হয়ে নেইমারের শুরুটা অবশ্য হয়েছে দারুণ। এখন শুধু দরকার এই উড়ন্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে মেসি-রোনালদোকে পেছনে ফেলা।
না, বোনাস পেতে হলে নেইমারকে এই মৌসুমেই ব্যালন ডি’অর জিততে হবে ব্যাপারটা এমন নয়। পিএসজির সঙ্গে নেইমার চুক্তিটা করেছেন ৫ বছরের। এই ৫ বছরের মধ্যে ব্যালন ডি’অর জিততে পারলেই তাকে ওই বোনাস দেবে পিএসজি।
বিশ্বসেরা ফুটবলারের মুকুটটা মাথায় তোলা এমনিতেই তার আরাধ্য স্বপ্ন। তার উপর বিশাল অঙ্কের বোনাসের হাতছানী! নেইমার তো পারফরম্যান্সে উড়তে চাইবেনই।
বাংলাদেশ সময় : ১৩৪৪ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ