দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসের প্রকোপ। আর তাই পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদিকদের বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজন করা হবে।’
উল্লেখ্য, আজ রবিবার একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান যুব দলের। প্রথমে সেটি পিছিয়ে ১৭ এপ্রিল করা হয়। পরে ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়ায় আপাতত স্থগিত করা হয় সিরিজটি। কদিন আগে জাতীয় ক্রিকেট লিগও স্থগিত করা হয়।
এদিকে, বাংলাদেশ সফর স্থগিত হয়ে যাওয়ায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ট্রেনিং ক্যাম্পও বন্ধ ঘোষণা করা হয়েছে।