আবারও পাকিস্তানের সদস্যপদ স্থগিত করলো ফিফা

আবারও পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) সদস্যপদ স্থগিত ঘোষণা করলো আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। গতকাল বুধবার তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণ দেখিয়ে এক বিবৃতিতে সংস্থাটি এমনটাই জানিয়েছে।

জানা যায়, ২০১৮ সালে পিএফএফ পরিচালনার জন্য আশফাক হুসেনের নেতৃত্বে একদল ফুটবল কর্মকর্তাকে নির্বাচিত করে সুপ্রিম কোর্ট, কিন্তু তা ফিফার স্বীকৃতি পায়নি। সম্প্রতি তারা হারুণ মালিকের নেতৃত্বাধীন ফিফা নরমালাইজেশন কমিটির কাছ থেকে ফেডারেশনটির নিয়ন্ত্রণ নেয়। এরপরই সদস্যপদ স্থগিতের ঘোষণা দিলো ফিফা।

আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা দাবি করেছে যে, তৃতীয় পক্ষ যেভাবে জোর করে দায়িত্ব নিয়েছে তা আইনের মারাত্মক লঙ্ঘন আর এ কারণেই পাকিস্তান ফুটবল ফেডারেশনকে স্থগিত করা হলো।

উল্লেখ্য, এর আগে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ২০১৭ সালে ফিফায় পাকিস্তানের সদস্যপদ স্থগিত হয়েছিল।

Scroll to Top