গত রবিবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হন রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ওপেনার দেবদূত পাডিকল। তার করোভিড পজিটিভ হবার তিন দিনের মাথায় খবর এলো দলটির অজি অলরাউন্ডার ড্যানিয়েল স্যামসও হয়েছেন কোভিড পজিটিভ। এমন খবর নিশ্চিত করেছেন ব্যাঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটি।
জানা যায়, ড্যানিয়েল স্যামস গত ৩ এপ্রিল কোভিড নেগেটিভ হয়েই দলের সঙ্গে টিম হোটেলে অবস্থান করেন। এরপর নিয়মিত কোভিড পরীক্ষায় ৭ এপ্রিল কোভিড পজিটিভ হয়েছেন। তার শরীরে করোনার উপসর্গ রয়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। ড্যানিয়েলের চিকিৎসা দেখভাল করছে রইয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মেডিক্যাল টিম।
এদিকে, গত রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের তিন জন কর্মীও করোনায় আক্রান্ত হন। যেখানে অনুষ্ঠিত হবে আসরের উদ্বোধনী ম্যাচ।
উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির কারণে গতবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এবার আর সেটি হচ্ছে না, আইপিএল ফিরেছে ঘরের মাঠে। তবে করোনাভাইরাসকে সঙ্গে নিয়ে।