প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল রবিবার ওল্ড ট্রাফোর্ডে শুরুতেই পিছিয়ে পড়ে ম্যানইউ। ম্যাচের ১৩তম মিনিটে ড্যানি ওয়েলবেকের গোলে এগিয়ে যায় ব্রাইটন। তবে শেষ পর্যন্ত এই লিড ধরে রাখতে পারেনি তারা।
নিজেদের ঘরের মাঠে ম্যাচের ৬২তম মিনিটে রেড ডেভিলসদের সমতায় ফেরান মার্কস রাশফোর্ড। অপরদিকে, ৮৩তম মিনিটে ম্যাসন গ্রিনউডের নিশানাভাদে এগিয়ে যায় ওলে গানার সলশেয়ারের শিষ্যরা।
ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। ব্রাইটনের বিপক্ষে এই জয়ে ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে ম্যানইউ। আর এক ম্যাচ বেশি খেলা ম্যান সিটি ৭৪ পয়েন্ট নিয়ে রয়েছে এক নম্বরে।