করোনায় আক্রান্ত হলেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন সাবেক এই অলরাউন্ডার ।
৩৮ বছর বয়সী ইউসুফ গত শনিবার তার অফিসিয়াল টুইটার পেজে লেখেন, “হালকা উপসর্গ দেখা দেওয়ার পর কোভিড-১৯ পরীক্ষায় আজ পজিটিভ হয়েছি। আক্রান্ত হওয়ার পর থেকে বাড়িতে কোয়ারেন্টাইনে আছি এবং সবধরনের প্রয়োজনীয় সতর্কতা ও প্রয়োজনীয় ওষুধপত্র নিচ্ছি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদেরকে নিজ থেকে দ্রুত পরীক্ষা করার অনুরোধ করছি।”
সম্প্রতি ইউসুফ পাঠান রাইপুরে ভারত লিজেন্ডের হয়ে রোড সেফটি ক্রিকেট সিরিজের শিরোপা জিতেছেন। এই অলরাউন্ডারের আগে গত শনিবার করোনায় আক্রান্ত হন শচীন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট কিংবদন্তিও ইন্ডিয়া লিজেন্ডসের হয়ে রাইপুরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।