মাসকিনের ভুলে জয় পেল পর্তুগাল

বিশ্বকাপ বাছাইপর্বে আত্মঘাতী গোলে জয় পেয়েছে পর্তুগাল। আজারবাইজানের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। গত বুধবার জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি আসে আজারবাইজান অধিনায়ক মাসকিন মেদভেদেভের ভুলে। ‘এ’ গ্রুপের ম্যাচে মাঠে নেমেই ফিফা র্যাংকিংয়ের পঞ্চম স্থানে থাকা পর্তুগাল একের পর এক আক্রমণ চালাতে থাকে। অপরদিকে, ১০৮ নম্বর দলটি রক্ষণভাগ ও গোলরক্ষক প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে ব্যস্ত সময় পার করে।

ম্যাচের প্রথমার্ধের ৩৯তম মিনিটে পর্তুগীজ মিডফিল্ডার রুবেন নেভেস শট নেন। আজারবাইজানের গোলরক্ষক শাহরুদ্দিন মেহমেদেলিয়েভা লাফিয়ে তা রুখে দিতে চান। তবে দল নেতা মাসকিনের কাঁধে লেগে তা গোল হয়ে যায়। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে রোনালদো-ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্সরা একের পর এক চেষ্টা চালিয়েও ব্যবধান বাড়াতে পারেনি। অন্যদিকে সমতায় ফেরার সুযোগ ছিল আজারবাইজানেরও। কিন্তু শেষ পর্যন্ত মিলেনি সফলতা।

এদিকে, চলতি মাসের ২৭ তারিখ বিশ্বকাপ বাছাইয়ের অপর ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।

Scroll to Top