ত্রিদেশীয় টুর্নামেন্টে আজ মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল

নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ, নেপাল ছাড়াও অংশ নিচ্ছে কিরগিজস্তান অনূর্ধ্ব ২৩ দল। আজ মঙ্গলবার শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।

আগামী ২৯ মার্চ ফাইনাল দিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টের পর্দা নামবে। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বসবে ম্যাচগুলো। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে শুরু হবে সব ম্যাচ।

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান অনূর্ধ্ব ২৩। আগামী ২৫ মার্চ স্বাগতিক নেপাল খেলবে কিরগিজস্তান অনূর্ধ্ব ২৩ দলের বিপক্ষে। ২৭ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিকরা। আর ২৯ মার্চ শীর্ষে থাকা দুই দল শিরোপার লড়াইয়ে নামবে।

উল্লেখ্য, করোনা পরবর্তী ফুটবলে নেপালের বিপক্ষেই ফিরেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গত বছর হিমালয়ের দেশটিকে আতিথেয়তা দেয় জেমি ডে’র শিষ্যরা। এরপর কাতারের বিপক্ষে তাদের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচে অংশ নেয় বাংলাদেশ।

ত্রিদেশীয় টুর্নামেন্টের সূচি:-

* ২৩ মার্চ

বাংলাদেশ বনাম কিরগিজস্তান অনূর্ধ্ব ২৩

* ২৫ মার্চ

নেপাল বনাম কিরগিজস্তান অনূর্ধ্ব ২৩

* ২৭ মার্চ

বাংলাদেশ বনাম নেপাল

* ২৯ মার্চ

ফাইনাল

পয়েন্ট টেবিলের প্রথম দল বনাম দ্বিতীয় দল

Scroll to Top