টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে। শেষ ম্যাচে সিন উইলিয়ামসের দলকে ৪৭ রানের হারিয়ে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় আফগানরা। তিন ম্যাচেই শক্ত অবস্থান নিয়ে জিম্বাবুয়েকে ধবলধোলাই করলো আফগানিস্তান।

গতকাল শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান করে। রান পায় টপঅর্ডারের প্রায় সব ব্যাটসম্যান। উদ্বোধনী জুটিতে আসে ৪২ রান। রহমতুল্লাহ গুরবাজ করেন ১৮ রান। উসমান ঘানি ৩৯ রানের ইনিংস খেলেন। চারে নেমে নজিবুল্লাহ জারদান অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন। ২৪ রান করেন আসগর আফগান। শেষের দিকের ব্যাটসম্যানরা দুইয়ের ঘরও পার হতে পারেনি। জিম্বাবুয়ে বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান রিটার্ড এনগারাভা ও ব্লেসি মুজারবানি।

রান তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় জিম্বাবুয়ে। এরপর ৩৭ রানের জুটি গড়েন মুসাকান্দা (৩০) ও অধিনায়ক সিন উইলিয়ামস (১৪)। ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন সিকান্দার রাজা। এছাড়া রায়ান বুরিও ৩৯ রানে অপরাজিত থাকেন। ৫ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি করতে পারেনি।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট পান করিম জানাত। এছাড়া ফজলহক ফারুকি, মোহাম্মদ নবী ও নাভীন-উল-হক একটি করে উইকেট তুলে নেন। ম্যাচসেরা হয়েছেন নাজিবুল্লাহ জাদরান। সিরিজ সেরা হয়েছেন করিম জানাত।

উল্লেখ্য, এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৪৮ এবং দ্বিতীয় ম্যাচে ৪৫ রানে জিতে আফগানিস্তান।

Scroll to Top