গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের নিওঁতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। ইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। এছাড়া ইংলিশ জায়ান্ট চেলসির সঙ্গে লড়বে এফসি পোর্তো।
রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মধ্যে জয়ী দল সেমি-ফাইনালে খেলবে পোর্তো অথবা চেলসির বিপক্ষে। আর পিএসজি ও বায়ার্নের জয়ী দল শেষ চারে প্রতিপক্ষ হিসেবে পাবে ম্যানচেস্টার সিটি অথবা ডর্টমুন্ডকে। এবার শেষ আট থেকেই বিদায় নিতে হবে লিভারপুল কিংবা রিয়ালকে। ইউরোপ চ্যাম্পিয়ন রিয়ালকে কঠিন পরীক্ষা দিতে হবে কোয়ার্টার ফাইনালে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ শুরু হবে আগামী ৬ ও ৭ এপ্রিল। ফিরতি পর্ব হবে ১৩ ও ১৪ এপ্রিল। সেমি-ফাইনালের প্রথম লেগ ২৭ ও ২৮ এপ্রিল। ফিরতি পর্ব হবে ৪ ও ৫ মে। আর ২৯ মে ফাইনাল।