চ্যাম্পিয়নস লিগে লাৎসিওকে হারিয়ে শেষ আটে উঠেছে বায়ার্ন মিউনিখ। লাৎসিওর বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ ষোলোর প্রথম লেগে ৪-১ ব্যবধানে জয় পেয়েছিল বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল জার্মান জায়ান্টরা।
গত বুধবার রাতে মিউনিখের দলটির হয়ে একটি করে গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি ও এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং। লাৎজিওর হয়ে গোল তুলেছেন মার্কো পারোলো।
নিজেদের ঘরের মাঠে ম্যাচের ৩৩তম মিনিটের মাথায় এগিয়ে যায় বাভারিয়ানরা। পেনাল্টি থেকে গোল আদায় করেন লেওয়ানডস্কি। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় পোলিশ ফরোয়ার্ডের ৩৯তম গোল এটি।
ম্যাচের ৭৩তম মিনিটে ডেভিড আলাবার বাড়ানো বল থেকে গোল পান এরিক ম্যাক্সিম। এছাড়া ম্যাচের ৮৩তম মিনিটে সান্ত্বনাসূচক গোল করেন মার্কো পারোলো। যদিও তা ফল পরিবর্তনে কোনও ভূমিকা রাখতে পারেনি।