দুর্নীতি বিরোধী নিয়ম ভঙ্গের দায়ে সংযুক্ত আরব আমিরাতের সাবেক অধিনায়ক মোহাম্মদ নাভিদ এবং ওপেনিং ব্যাটসম্যান শায়মান আনওয়ার বাটকে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আইসিসির দুর্নীতি বিরোধী ট্রাইবুনাল ২০২১ সালের জানুয়ারিতে এই ২ জনের বিরুদ্ধে দুর্নীতি-বিরোধী নিয়ম ভঙ্গের অপরাধ খুঁজে পায়।
উল্লেখ্য, নিজ দেশে ২০১৯ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সময় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে নাভিদ ও বাটকে নিষিদ্ধ করা হয়। আর এবার সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে সব ধরনের ক্রিকেটে ৮ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।