চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে আটলান্টাকে বড় ব্যবধানে হারিয়ে তিন মৌসুমে এই প্রথম শেষ আটে উঠলো রিয়াল মাদ্রিদ। এদিন ৩-১ গোলে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল।
শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতে এসেছিল জিনেদিন জিদানের দল। ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধান নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল রিয়াল।
আক্রমণাত্মক ফুটবল দর্শনে পরিচিত হয়ে উঠেছিল আটলান্টা। আর এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু ইউরোপ সেরার মুকুট জয়ে সবার শীর্ষে থাকাদের বিপক্ষে সেই কৌশল কাজে লাগাতে পারেনি গত আসরে কোয়ার্টার-ফাইনালে উঠে চমকে দেওয়া দলটি। করিম বেনজেমার গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান সার্জিও রামোস। শেষ দিকে লুইস মুরিয়েল ব্যবধান কমানোর পর রিয়ালের তৃতীয় গোলটি করেন মার্কো আসেনসিও।