অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরলো ভারত। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরল স্বাগতিকরা।
গতকাল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৪ রান তোলে ইংল্যান্ড। ইংলিশদের পক্ষে জেসন রায় করেন ৩৫ বলে ৪৬ রান। আর ২০ বলে ২৮ রান করেন মরগান। ২৪ রান করে করেন বেন স্টোকস ও ডেভিড মালান। ২০ রান আসে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে।
ইংল্যান্ডের দেওয়া ১৬৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। এর পরে অধিনায়ক ভিরাটের সাথে ৯৪ রানের জুটি গড়ে আউট হন ইশান কৃষাণ। ৩২ বলে ৫ চার ও ৪ ছয়ে ইশান করেন ৫৬ রান। ভারতের রান যখন ১৩০ তখন ব্যক্তিগত ২৬ রান করে মাঠ ছাড়েন ঋষভ পন্থ। পরে স্রেয়াশ আইয়ারকে সাথে নিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচে কোহলির ব্যাট থেকে আসে ৭৩ রান। যেখানে ছয়ের মার ছিল ৩টি আর চার মেরেছিলেন ৫টি।