স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো পিএসজি। শেষ ষোলোর দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করেছে দল দুটি। দুই লেগ মিলিয়ে বার্সার বিপক্ষে ৫-২ ব্যবধানে জয় তুলে শেষ আটে পৌঁছলো পিএসজি।
পিএসজির পক্ষে গোলটি আসে কিলিয়ান এমবাপের নেয়া পেনাল্টি থেকে। অপরদিকে, দুর্দান্ত একটি গোল করলেও পেনাল্টি মিস করেন বার্সা দলনেতা মেসি।
উল্লেখ্য, কাতালানদের মাঠে প্রথম লেগে ৪-১ গোলে জয় তুলে ফিরেছিল পিএসজি। কঠিন বাস্তবতাকে সামনে রেখে প্যারিসে খেলতে আসে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। জয় তুলতে হলে গড়তে হবে ইতিহাস।
বড় ব্যবধানে জয় তোলার লক্ষ্যে মাঠে নেমে একের পর এক আক্রমণ চালিয়েও হতাশ হতে হয় সফরকারীদের। ম্যাচের ৩০তম মিনিটে পেনাল্টির মাধ্যমে গোল আদায় করেন আগের লেগে হ্যাটট্রিক পাওয়া এমবাপে। অবশ্য ৭ মিনিটের ব্যবধানে গোল শোধ করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দূরপাল্লার শটে সমতায় ফেরান দলকে। যা চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১২০তম গোল।
ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এগিয়ে যাওয়া সুযোগ ছিল ব্লাউগ্রানাদের। পেনাল্টি পায় বার্সেলোনা। মেসি স্পট কিক নিলেও পিএসজির কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাস তা ঠেকিয়ে দেন। বিরতির পর মাঠে নেমে বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও গোল তুলতে ব্যর্থ হয় বার্সা। শেষ পর্যন্ত সমতায় থামতে হয় দুই দলকে।
এতে করে ২০০৬/০৭ মৌসুমের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের আগেই থামতে হলো বার্সেলোনাকে। অপরদিকে, টানা তিন মৌসুমে শেষ ষোলোতে বিদায় নিয়ে শেষ আটে নিশ্চিত করলো পিএসজি।