ভারতের কাছে লিখিত গ্যারান্টি চায় পাকিস্তান

চলতি বছরের শেষদিকে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সীমান্ত সমস্যার কারণে ভারত-পাকিস্তানের মধ্যে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ। পরস্পরবিরোধী দ্বন্দ্বের কারণে পাকিস্তানিদের ভিসা দিতে চায় না ভারত।

দুই দেশের মধ্যে চলমান সীমান্ত সমস্যার কারণেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টুর্নামেন্ট ছাড়া প্রতিবেশী এই দুই দেশের দেখা-সাক্ষাৎ হচ্ছে না একযুগেরও বেশি সময় হলো।

এর মধ্যে চলতি বছরে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার জন্য পিসিবি ভারতের ভিসার জন্য লিখিত গ্যারান্টি চায়। এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।

Scroll to Top