লা লিগার হাইভোল্টেজ ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সা। গত শনিবার প্রতিপক্ষের মাঠে এ জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকে আবারও দুইয়ে উঠল কাতালান ক্লাবটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা রোমাঞ্চকর হয়ে ওঠে। ম্যাচের প্রথমার্ধের ২৯ মিনিটে মেসির সহায়তায় দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন উসমান দেম্বেলে।
প্রথমার্ধ ১-০ গোলের সমীকরণ নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে গোলের দেখা পাচ্ছিল না কোনও দলই। কিন্তু শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে স্প্যানিশ লিগে ২৫ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫৩।
এদিকে, ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে চতুর্থ স্থানে। সমান ম্যাচে খেলে তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৫২। অপরদিকে, ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট তুলে শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ।