আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। নিজের অফিসিয়াল টুইটার পেজে তিনি লেখেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ’
উল্লেখ্য, এই বাঁহাতি ব্যাটসম্যানকে শ্রীলঙ্কার জার্সিতে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালের মার্চে। দীর্ঘদিন ধরে তিনি লঙ্কানদের অপরিহার্য ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। সংক্ষিপ্ত সময়ের জন্য দেশটির অধিনায়কের দায়িত্বও পালন করেছেন থারাঙ্গা।
৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান শ্রীলঙ্কার হয়ে ৩১ টেস্ট, ২৩৫ ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৩ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে ১৭৫৪ রান করেছেন তিনি। ওয়ানডেতে ৩৩.৭৪ গড়ে করেছেন ৬৯৫১ রান। যার মধ্যে আছে ১৫ সেঞ্চুরি ও ৩৭ ফিফটি। ২০১১ বিশ্বকাপে জিম্বাবুয়ে (১৩৩) ও ইংল্যান্ডের (১০২*) বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। টি-টোয়েন্টিতে ১৬.২৮ গড়ে করেছেন ৪০৭ রান। সংক্ষিপ্ত সময়ের জন্য শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ফরম্যাটেও অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি।