২ কোটি টাকায় বিসিবির সাথে চুক্তি করলো ইভ্যালি

বেশ কয়েক বছর হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্থায়ী কোন স্পন্সর নেই। ইংল্যান্ড এবং ওয়েলসে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের স্পন্সর ছিল মাল্টিন্যাশনাল কোম্পানি ইউনিলিভার। তার পরে মাঝে মাঝে আকাশ টাইগারদের জার্সিতে স্পন্সর করলেও কখনো আবার স্পন্সর ছাড়াও মাঠে নামতে হয়েছে টাইগারদের।

সবশেষ উইন্ডিজ সিরিজে বেক্সিমকোর স্পন্সর নিয়ে মাঠে দেখা গেছে বাংলাদেশ দলের খেলোয়াড়দের। কিন্তু নিউজিল্যান্ড সিরিজে আর বেক্সিমকোর জার্সি গায়ে মাঠে নামবেন না মুশফিকরা। এবার স্পন্সর হয়েছে বাংলাদেশের ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। বিসিবির সাথে ২ কোটি টাকার চুক্তি করেছে বাংলাদেশের এই সফল ই-কমার্স প্রতিষ্ঠান।

উল্লেখ্য, এর আগে বিপিএলে বিসিবির সঙ্গে যুক্ত হয়েছিল ইভ্যালি। এমনকি জাতীয় দলের কিট স্পন্সর হওয়ার আগেই বিসিবির সঙ্গে কাজ করেছে এই ই-কমার্স প্রতিষ্ঠান।

Scroll to Top