আইপিএলের এর অভিষেক আসরেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বাজিমাৎ করেছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ২০১৬ সালের আসরে সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন তিনি। সেবার সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করায় দারুণ ভূমিকা ছিল এই টাইগার পেসারের। অভিষেকের আসরে ১৬ ম্যাচে ৬.৯০ ইকোনমিতে উইকেট নিয়েছিলেন ১৭টি।
কিন্তু ২০১৭ সালের আসরে মাত্র ১ ম্যাচ খেলার সুযোগ পান সানরাইজার্সের হয়ে। তাই খালি হাতেই দেশে ফিরতে হয় তাকে। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেললেও ৭ ম্যাচে ৮.৩৬ ইকোনমিতে উইকেট নেন ৭টি। এখন এসব আপাতত অতীত। বৃহস্পতিবার ১ কোটি রুপিতে কাটার মাস্টারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
নিলামের ফাঁকে ভারতীয় এক টিভি চ্যানেলের আলোচনায় ভারতীয় সাবেক ওপেনার গৌতম গম্ভীর জানিয়েছেন, মোস্তাফিজ পরীক্ষিত বোলার। সে রীতিমত হুমকি হয়ে দাঁড়াতে পারে ব্যাটসম্যানদের জন্য।
তিনি বলেন, ‘আমি মনে করি হায়দরাবাদ, রাজস্থানের মাঠে মোস্তাফিজ দারুণ হুমকি হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের জন্য। সে আগেও তার প্রমাণ রেখেছে। আমিও চাই সে আবারও নিজেকে প্রমাণ করুক।’
দারুণ এই প্রতিভাবান ক্রিকেটারকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালস। মোস্তাফিজকে দলে নিয়ে রাজস্থান রয়েলসের ফেসবুক পেজের ফলোয়ার্স খুব দ্রুত বাড়ছে।