বাংলাদেশের হয়ে টেস্ট খেলা বাদ দিয়ে সাকিব আল হাসান খেলবেন আইপিএলে। তার এমন সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। তবে এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাকিবেরই একটি স্ট্যাটাস, যা তিনি ৭ বছর আগে লিখেছিলেন।
সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসটি আবার প্রকাশ্যে এসেছে। স্ট্যাটাসটি দিনভর শেয়ার করেছেন দেশের ক্রিকেট প্রেমীরা। অনেক গ্রুপ ও পেজেও শেয়ার হয়েছে সে পোস্টটি। কেউ কেউ স্ট্যাটাসটির স্ক্রিনশট শেয়ার করেছেন।
২০১৪ সালের ৬ জুলাই কী লিখেছিলেন সাকিব। ওই স্ট্যাটাসে সাকিব লিখেছিলেন, আমি সব সময় দেশের হয়ে খেলতে চাই। অন্তত আরো দশ বছর জাতীয় দলের হয়ে খেলতে চাই আমি। আইপিএল জিতে বাংলাদেশে এসে আমি বলেছি, বাংলাদেশের হয়ে একটি ম্যাচ জিতে যে আনন্দ, পুরো আইপিএল ট্রফি জিতেও সে আনন্দ নেই। এতেই আমার দেশের হয়ে খেলার ব্যাপারে ধারণা নিতে পারেন। অনেকেই মনে করে আমি ২০১৯ বিশ্বকাপের পর অবসর নিবো। কিন্তু সত্য হলো আমি ২০২৩ সালের বিশ্বকাপও খেলতে চাই।