কিছুদিন আগেই লিওনেল মেসির চুক্তি ফাঁস করেছিল স্প্যানিশ এক গণমাধ্যম। এ নিয়ে বেজায় চটেছিলেন বার্সা ফরোয়ার্ড। এবার ফাঁস হলো লুইস সুয়ারেজের গোপন চুক্তির তথ্য। এ কাজটি করেছে স্প্যানিশ দৈনিক মার্কা। প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ৩০ জুনের পর চাইলে ফ্রি ট্রান্সফারে উরুগুইয়ান স্ট্রাইকার ছাড়তে পারবেন স্প্যানিশ ফুটবল ক্লাব আতলেতিকো মাদ্রিদ।
সুয়ারেজের চুক্তি ফাঁসের প্রতিবেদনে বলা হয়েছে, আতলেতিকোয় নাম লেখানোর সময় চুক্তিতে বিভিন্ন শর্ত যোগ করেছেন সুয়ারেজ। যার মধ্যে রয়েছে গোল সংখ্যার বোনাস। যেমন ১৫ গোল করে এরই মধ্যে একটি বোনাস নিশ্চিত করেছেন সুয়ারেজ। আরেকটি বোনাস লক্ষ্য পূরণ করতে তার লাগবে ৪ গোল।
এছাড়া তেমনই আরেকটি শর্ত আছে আতলেতিকো ছেড়ে যাওয়ার। দুই বছরের চুক্তি করলেও সাবেক বার্সেলোনা স্ট্রাইকার এক বছর শেষ করেই মাদ্রিদের ক্লাব ছাড়ার একটি ধারা যোগ করেছেন চুক্তিতে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর, ওই ধারায় বলা আছে, চাইলে ৩০ জুনের পর ফ্রি ট্রান্সফারে আতলেতিকো মাদ্রিদ ছাড়তে পারবেন সুয়ারেজ।
উল্লেখ্য, গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা ছেড়ে দুই বছরের চুক্তিতে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন সুয়ারেজ। মাদ্রিদের এই ক্লাবটিতে নাম লিখিয়ে দুর্দান্ত সময় পার করছেন উরুগুইয়ান স্ট্রাইকার।