ঢাকার এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রোববার বেলা ৩টায় দুই দলের ম্যাচটি ম্যাঠে গড়িয়েছে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭-০ গোলে হারে। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হারের ব্যবধানও ছিল একই।
জাপানের বিপক্ষে জয়ের আশা নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। যদিও র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলটির চেয়ে ১৭ ধাপ পেছনে স্বাগতিকরা। জাপানের অবস্থান যেখানে ১৭, বাংলাদেশ সেখানে ৩৪। তারপরও এই দলটিকে হারানোর স্বপ্ন আঁকছেন জিমিরা। পাকিস্তানের বিপক্ষে এই জাপান দলটিই সর্বশেষ ম্যাচে ২-২ গোল ড্র করেছে। জিমিদের জন্য কাজটা তাই কতোটা কঠিন তা এখানেই বোঝা যাচ্ছে। জিমিদের জন্য আশার ব্যাপার, টুর্নামেন্টের আগে সংক্ষিপ্ত এক প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারিয়ে দিয়েছিল জাপানকে।
বাংলাদেশ শুরুর একাদশ : অসীম গোল (গোল কিপার), ফরহাদ সিটুল, খোরশেদুর রহমান, রুমান সরকার, রাসেল মাহমুদ জিমি, কামরুজ্জামান রানা, মইনুল ইসলাম, পুস্কার খীসা মিমো, রেজাউল করিম বাবু, আশরাফুল ইসলাম, ইমরান হোসেন।
কোচ : মাহবুব হারুন।
ম্যানেজার : রফিকুল ইসলাম কামাল।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ