চট্টগ্রাম টেস্টের প্রথমদিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৪২

দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরে শুরুটা ভালো হয়নি টাইগারদের। কিন্তু দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জুটিটা জমে উঠেছিল। তবে ইনিংসটা বড় করতে পারলেন না মুশিও। বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক আউট হয়ে গেলেন ৩৮ রান করে।

কিন্তু ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে সাকিব-লিটন জুটি। প্রথমদিন শেষে সাকিব ৩৯ ও লিটন ৩৪ রানে অপরাজিত আছেন। আর টাইগারদের মোট সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ২৪২ রান। এর আগে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত এক ফিফটি তুলে নিয়েছেন সাদমান ইসলাম। ১৫৪ বল খেলে ৫৯ রানে জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউ\’র শিকার হন তিনি। এছাড়া ব্যক্তিগত ২৬ রান করে ওয়ারিকানের বলেই শর্ট মিড উইকেটে জন ক্যাম্পবেলের হাতে ধরা পড়েন মুমিনুল। তার ৯৭ বলের ইনিংসে ছিল ২ চার।

সকালে টস জিতে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটিংয়ে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারায় স্বাগতিকরা। কেমার রোচের বলে বোল্ড হন তামিম। ব্যক্তিগত ৯ ও দলীয় ২৩ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর দলীয় ৬৬ রানে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। ৫৮ বলে ২৫ রান করে রান আউটের শিকান হন তিনি।

Scroll to Top