ইতিহাস গড়ে ব্রিসবেন টেস্ট জয় করলো ভারত

অস্ট্রেলিয়ার মাটিতে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিলো ভারত। উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের ব্যাটিং নৈপুণ্যে ব্রিসবেন টেস্টের পঞ্চম দিন অস্ট্রেলিয়ার দেয়া ৩২৮ রানের লক্ষ্য তাড়া করে জয় করে ভারত।

ড্র’য়ের দিকে এগিয়ে চলছিল ম্যাচটি, তবে শেষ ঘণ্টায় পুরোপুরি ঘুরে গেল। ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ভর করে অনবদ্য এবং ঐতিহাসিক টেস্ট জিতে ফেলল ভারত। ভারত ৩ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে। \’গ্যাবায় হারে না অস্ট্রেলিয়া\’। চতুর্থ টেস্টে প্রচলতি এই ধারা ভেঙে দিয়েছে সফরকারী ভারত। ১৯৮৮ সালের পরে ব্রিসবেনে হারের স্বাদ পেলো অস্ট্রেলিয়া।

মেলবোর্নে রূপকথা লিখে জয়, সিডনিতে নাটুকে ড্রর পর গ্যাবা টেস্টে ভারত তুলে নিয়েছে দুর্দান্ত এক জয়। তিন উইকেটের এই জয়ে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

Scroll to Top