হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিনের রক্ষণাত্মক ব্যাটিংয়ে সিডনি টেস্ট ড্র করতে সক্ষম হয়েছে ভারত। সিরিজের তৃতীয় টেস্টের পঞ্চম দিনে খেলার কোনো মীমাংসা না হওয়ায় আম্প্যাররা ম্যাচ ড্র ঘোষণা করেন। এ টেস্টের চতুর্থ দিনে ভারতের টপ অর্ডার ভেঙ্গে পড়ার পর সফরকারীদের পরাজয়ের আশঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু সেই আশঙ্কা বাস্তব হতে দেনেনি হনুমা বিহারী এবং রবিচন্দ্র অশ্বিনরা।
৪১০ রানের লক্ষ্যে সিডনী টেস্টের পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামে ভারত। আগের দিন সফরকারীরা রোহিন শর্মা, রাহানেকে হারিয়ে বেশ বিপদেই ছিল। তবে সে চাপ সামলে দলকে এগিয়ে নেন পূজারা ও পন্থ। এই দুই ব্যাটসম্যান আউট হয়ে সাজঘরে ফিরলে হনুমা বিহারী এবং রবিচন্দ্র অশ্বিনরা ব্যাটিং-এর হাল ধরেন। এরপর তারাই বাকি সময় উইকেট আগলে রাখেন। তাদের ধৈর্য্যশীল ব্যাটংয়ে ভর করেই তৃতীয় টেস্ট ড্র করেছে ভারত।
তৃতীয় টেস্টে দুই দলের স্কোর:
অস্ট্রেলিয়ার ১ম ও ২য় ইনিংস: ৩৩৮, ৩১২/৬
ভারতের ১ম ও ২য় ইনিংস: ২৪৪, ৩৩৪/৫