আবারও চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

সাইফ স্পোর্টিং কোচ পল জোসেফ পুট আগের দিনের সংবাদ সম্মেলনে বসুন্ধরা কিংসকে ‘ফেরারি’ এবং নিজেদেরকে বলেছিলেন ‘টয়োটা’। সাইফ স্পোর্টিংয়ের স্বপ্ন ভেঙে ফেডারেশন কাপের মুকুট ধরে রাখল বসুন্ধরা কিংস। আজ রবিবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্কার ব্রুজেনের দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন রাউল অস্কার বেসেরা। আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান এই ফরোয়ার্ডের গোলটিই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিয়েছে।

ম্যাচের চতুর্থ মিনিটে কিংসের তপু বর্মন জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি। ষোড়শ মিনিটে সতীর্থের লং বল ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা বিশ্বনাথ ঘোষের শট ফিরিয়ে দেন সাইফ স্পোর্টিংয়ের গোলরক্ষক পাপ্পু হোসেন। ১৯তম মিনিটে সতীর্থের থ্রুস পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিলেও তালগোল পাকিয়ে শট নিতে পারেননি সাইফ স্পোর্টিংয়ের ইকেচুকু কেনেথ। নাইজেরিয়ান ফরোয়ার্ডের ব্যাকপাসে স্বদেশি জন ওকোলির জোরালো শট ক্রসবারের উপর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে রহমতের আচমকা দূরপাল্লার শট প্রথম দফায় লাফিয়ে ফিস্ট করার পর দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসে নেন জিকো। অবশেষে ৫২তম মিনিটে ম্যাচে প্রথম গোলের দেখা মেলে।

প্রতি-আক্রমণে রবসন দি সিলভা রবিনহোর পাস ধরে নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন বেসেরা। প্রতিযোগিতায় এই নিয়ে তার গোল হলো ৫টি। তবে ৬০তম মিনিটে তিনি আরেকটি সুযোগ নষ্ট করেন। ৬৯তম মিনিটে দারুন এক সুযোগ মিস করে সাইফ স্পোর্টিং। কেনেথের বুলেট গতির শট কর্নারের বিনিময়ে ফেরান জিকো। ১-০ গোলের দারুন জয় নিয়ে শিরোপা উঁচিয়ে ধরে বসুন্ধরা কিংস।

 

Scroll to Top