বাংলাদেশকে পেছনে ফেলে টেস্ট র‍্যাঙ্কিংয়ের নয়ে আফগানিস্তান

নতুন টেস্ট র‍্যাঙ্কিংয় প্রকাশ করেছে আইসিসি, যেখানে বাংলাদেশকে টপকে নয়ে উঠেছে আফগানিস্তান। যেখানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৫৫ আর আফগানদের পয়েন্ট ৫৭।

এর আগ পর্যন্ত টেস্ট র‍্যাঙ্কিংয়ের নয় নম্বরে ছিল বাংলাদেশ। জিম্বাবুয়ে ছিল দশে। আর এগারো নম্বরে ছিল আফগানিস্তান। হালনাগাদ তালিকায় আফগানরা দুই ধাপ উপরে উঠে এসেছে। আর এতে জিম্বাবুয়ে দশের বাইরে চলে গেছে।

২০১৭ সালে আফগানিস্তান টেস্ট স্ট্যাটাস পায়। আর ২০১৮ সালে অভিষেকের পর এখন পর্যন্ত মাত্র ৪টি টেস্ট খেলেছে তারা। আর এর মধ্যে দুটিতে জয় পেয়েছে এবং দুটিতে হেরে গেছে। বাংলাদেশ ও আফগানিস্তান টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছে একবারই। ২০১৯ সালের সেপ্টেম্বরে ঘরের মাটিতে ওই টেস্টে আফগানদের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ ২০২০ সালে সর্বশেষ টেস্ট ম্যাচ জেতার স্বাদ পেয়েছিল। আর সেটাও ঘরের মাটিতে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে। তবে ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পর্যন্ত সবগুলো টেস্টেই হেরেছে বাংলাদেশ।

Scroll to Top