সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১৭৬ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো নিউজিল্যান্ড। পেসার কাইল জেমিসন ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানি ব্যাটসম্যানদের সামনে ভয়ংকররূপে আবির্ভূত হন।
প্রথম ইনিংসে ৬৯ রানে ৫ উইকেট নেওয়া কাইল জেমিসন দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৮ রানে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন ৬ পাকিস্তানিকে। দ্বিতীয় টেস্টে ১১ উইকেট নিয়ে তিনিই হয়েছেন সেরা খেলোয়ার।
প্রথম ইনিংসে পাকিস্তানের ইনিংস তবুও তিনশ’ ছুঁইছুঁই ছিল। ২৯৭ রানে অলআউট হওয়ার পথে আজহার আলীর ব্যাট থেকে ৯৩ ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে এসেছিল ৬১ রান।
আর নিজেদের প্রথম ও একমাত্র ইনিংসে অধিনায়ক কেন উইলিয়ামসনের ২৩৮ রান এবং হেনরি নিকোলাসের ১৫৭ রানে ভর করে ৬ উইকেটে ৬৫৯ রানে ইনিংস ঘোষণা করেছিল কিউইরা।
জবাব দিতে নেমে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থেমেছে মাত্র ১৮৬ রানে। তাদের কেউই অর্ধশতকও করতে পারেননি। সর্বোচ্চ ৩৭ রান করেছেন দুইজন, আজহার আলী ও জাফর গহর। দ্বিতীয় টেস্টে ম্যাচ সেরা হয়েছেন কাইল জেমিসন এবং সিরিজ সেরা হয়েছেন কেন উইলিয়ামসন।