পিএসজির নতুন কোচের দায়িত্ব নিলেন মাওরিসিও পচেত্তিনো। পিএসজির ওয়েবসাইটে শনিবার নতুন কোচ হিসেবে ৪৮ বছর বয়সী পচেত্তিনোর নাম নিশ্চিত করে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এই আর্জেন্টাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে এই চুক্তিতে। গত ২৯ ডিসেম্বর পিএসজি আনুষ্ঠানিকভাবে জার্মান কোচ টুখেলের সঙ্গে চুক্তি বাতিল করেছে।
২০০১ থেকে ২০০৩ পর্যন্ত পিএসজির হয়ে খেলা পচেত্তিনো গত বছরের নভেম্বরে টটেনহ্যাম হটস্পার থেকে বরখাস্ত হন। বরখাস্ত হওয়ার পর মাঝের সময়ে কোচিংয়ের বাইরে ছিলেন তিনি। তিনি রবিবার নতুন ক্লাবে কাজ শুরু করবেন। পচেত্তিনো খুব খুশি ও গর্বিত পিএসজির কোচের দায়িত্ব পেয়ে।
তিনি বলেন, ‘অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এই ক্লাবে ফিরে এসেছি। বিশ্বের সেরা পর্যায়ের কয়েকজন মেধাবী খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি। এই দলের দারুণ সম্ভাবনা আছে। আমার সহকর্মীরা ও আমি সব প্রতিযোগিতায় পিএসজির হয়ে সেরাটা অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করব।’
পচেত্তিনো ২০০৯ সালে এস্পানিওলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন। সাউথ্যাম্পটনে ১৮ মাস দায়িত্ব পালনের পর ২০১৪ সালের মে মাসে যোগ দেন আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যামে। দায়িত্বের প্রথম পূর্ণ মৌসুমে তিনি দলটিকে লিগ কাপের ফাইনালে তোলেন। দুবার তৃতীয় হওয়ার মাঝে ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগে রানার্সআপ হয় টটেনহ্যাম।
তার কোচিংয়েই দলটি ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে। যেখানে লিভারপুলের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভাঙে তাদের। এর পাঁচ মাস পরই বরখাস্ত হন পচেত্তিনো, যখন লিগে ১৪তম স্থানে নেমে গিয়েছিল দল। এবার শুরু হচ্ছে তার নতুন চ্যালেঞ্জ।
লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার লড়াইয়ে পয়েন্ট তালিকায় তিনে আছে পিএসজি। তারা আগামী ফেব্রুয়ারি ও মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় বার্সেলোনার বিপক্ষে খেলবে। বড়দিনের ছুটি শেষে পিএসজি আগামী বুধবার লিগে সাঁত এতিয়েনের মুখোমুখি হবে।