বিশ্বরেকর্ড গড়লেন টিম পেইন

ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে মিচেল স্টার্কের একটি ডেলিভারি ঋশভ পান্তের ব্যাটে লেগে উইকেটের পেছনে চলে যায়। আর যেটা টিম পেইন লুফে নিতে ভুল করেননি। আর এর মাধ্যমে অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার ব্যাটসম্যান বিশ্বরেকর্ড গড়লেন।

তিনি মাত্র ৩৩ ম্যাচেই করলেন নিজের ১৫০তম ডিসমিসাল। কুইন্টন ডি কক এর আগে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক ১৫০ ডিসমিসাল পূরণ করতে খেলেন পেইনের থেকে এক ম্যাচ বেশি। আর সমান এই ডিসমিসাল করতে অ্যাডাম গিলক্রিস্ট এবং মার্ক ভাউচারের লাগে যথাক্রমে ৩৬ ও ৩৮ ম্যাচ।

তবে পেইন আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নয়। বর্তমান এই অধিনায়ক ২০১০ সালে অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাক গায়ে জড়ান। সময়ের হিসেবে একদমই এগিয়ে যেতে পারেননি। মাত্র ৩৩টি ম্যাচ এই ১০ বছরে খেলেন। যেখানে ৭টি স্ট্যাম্পিং এবং ১৪৩ ক্যাচ আছে তার। আর তিনি ব্যাট হাতে করেন ১৪১৭ রান।