বার্সেলোনা হয়ে শুরুর একাদশে দলে নেই জনপ্রিয় ফুটবল তারকা লিওনেল মেসি- এটা ভাবতেই পারেন না সমর্থকরা। অথচ শনিবার লা লিগার ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে তেমনই এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বার্সা কোচ রোনাল্ড কোমানের কাছে প্রশ্ন ছিল, কেন শুরু থেকে মেসিকে খেলানো হয়নি? এর উত্তরে কোমান জানিয়েছেন, মেসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তটি নিয়েছিলেন তিনি। তার ভাষ্যে, ‘চ্যাম্পিয়নস লিগে দিনামো কিয়েভের বিরুদ্ধে ম্যাচে হালকা চোট পেয়েছিল মেসি। ম্যাচের শুরু থেকে খেলার মতো অবস্থায় ছিল না সে। মেসির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি।’
প্রশ্ন উঠেছে, চোটে থাকলে কেনই বা দ্বিতীয়ার্ধের শুরুতেই নামানো হলো মেসিকে? এর উত্তরে কোমান বলেন, ‘তাকে প্রয়োজন হতে পারে ভেবেই রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছিল। বাধ্য হয়েই মেসিকে পরে নামিয়েছিলাম।’