চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ অবিশ্বাস্য এক পারফরম্যান্স উপহার দিলো দলটি। শেষ ১৩ মিনিটে ৪ গোল করেছে বায়ার্ন। তাতে অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচটিতে সালসবুর্গকে ৬-২ গোলের বড় ব্যবধানেই হারিয়েছে হান্স ফ্লিকের দল। আসরে টানা তৃতীয় ম্যাচে তারা পেয়েছে জয়ের দেখা।
অথচ ম্যাচের চতুর্থ মিনিটেই মেরগিম বেরিশার গোলে এগিয়ে গিয়েছিল সালসবুর্ক। ২১ মিনিটে প্রতিপক্ষকে তারা সমতায় ফেরার সুযোগ করে দেয় ফাউল করে। পেনাল্টিতে সহজেই গোল করেন লেভাদোভস্কি। বিরতির আগে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মান চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে টমাস মুলারের ক্রস সালসবুর্গ ডিফেন্ডার ক্রিস্টেনসেনের মাথায় লেগে জড়িয়ে যায় জালে।
দ্বিতীয়ার্ধে ৬৬তম মিনিটে সালসবুর্গকে সমতায় ফেরান মাসাইয়া ওকুগাওয়া। ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচটি। ৭৯ মিনিটে জেরোমে বোয়েটাংয়ের গোলে এগিয়ে যায় বায়ার্ন। এর চার মিনিট পর আরেক গোল লেরয় সানের।
৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেভানদোভস্কি। আর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে সালসবুর্গের কফিনে শেষ পেরেকটি ঠুকেন লুকাস হার্নান্দেজ। ১৩ মিনিটের ব্যবধানে চারবার জাল কাঁপিয়ে ৬-২ গোলের জয় নিশ্চিত করে বায়ার্ন।