করোনার উপদ্রবের শুরু থেকেই কোনো ভারতীয় ক্রিকেটারকে বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে দেয় না বিসিসিআই। এবার কোচেদের প্রতিও দেখা গেল তাদের বিরূপ আচরণ। আইপিএলে একমাত্র কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ ভারতীয়। বাকি ৭টি ফ্র্যাঞ্চাইজির কোচই বিদেশি। টুর্নামেন্টের নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হলেও দেশীয় কোচ মাত্র একজন। পাঞ্জাবের কোচ অনিল কুম্বলে বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ।
দুবাইয়ে সাংবাদিক সম্মলনে ভারতের কিংবদন্তি স্পিনার কুম্বলে বলেছেন, \’ভারতীয় কোচদের কোনও আইপিএল দলের কোচ হওয়ার সামর্থ্য নেই, এটা কখনওই বলা যাবে না । তবে মজার ব্যাপার হল, টুর্নামেন্টের নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হলেও আট দলের মধ্যে মাত্র একটি দলের কোচ ভারতীয়। আশা রাখি, আগামী দিনে আরও ভারতীয় কোচদের আইপিএলে কোচিং করাতে দেখা যাবে।\’
বিদেশি কোচদের ভিড়ে কুম্বলে একাই দেশীয় কোচের ব্যাটন হাতে নিয়ে দৌড়চ্ছেন। আসন্ন টুর্নামেন্টে দলের লক্ষ্য নিয়ে তিনি বলেন, \’দল হিসেবে কিংস ইলেভেন পাঞ্জাব খুবই শক্তিশালী। আইপিএল জেতার জন্য দলটাকে তৈরি করে দেওয়াই আমার কাজ। আমরা শুধু ব্যাটসম্যান গেইলকে চাই না। তাকে আরও বড় ভূমিকায় দেখতে চাই। গেইলের দিকে সবাই তাকিয়ে থাকে। দলের তরুণ ক্রিকেটারদের দিকনির্দেশনা দেওয়াও হবে গেইলের কাজ।\’