রিয়ালে আসার জন্য সাহসী হতে হবে মেসিকেঃ টনি ক্রুস

বার্সেলোনা ছাড়ার পর থেকে লিওনেল মেসিকে পেতে বিশ্বের নামীদামী ক্লাবগুলো নেমেছে আসরে। তবে এই প্রতিযোগীতায় নেই বার্সার চিরশত্রু রিয়াল মাদ্রিদ। লুইস ফিগো, হ্যাভিয়ের স্যাভিওলা, মাইকেল লাউড্রপ, বার্ন সুস্টারদের মতো তারকারা বার্সেলোনা ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন। সেই পথে এবার হাঁটবেন মেসি? ভক্তদের কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হতে পারে। তাই রিয়ালের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস খোঁচা মেরে বসলেন আর্জেন্টাইন তারকাকে।

এর আগে বার্সা ছেড়ে রিয়ালে গিয়ে ফুটবলারদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে। লুইস ফিগোর মতো কিংবদন্তি ২০০০ সালে যখন বার্সা ছেড়ে রিয়ালে গেলেন, তখন এক এল ক্ল্যাসিকোয় তার ওপর শুকরের মাথা ছুড়ে মেরেছিল বার্সা ভক্তরা!

মেসিও কি সেই পথে হাঁটবেন- এমন প্রশ্নের জবাবে এক পডকাস্টে ক্রুস বলেন, \’আমার মনে হয় না সে রিয়ালে আসবে কিংবা আসার মতো সামর্থ্য তার আছে। স্প্যানিশ ভাষায় বলতে গেলে, এ জন্য সাহস থাকতে হয়। সম্ভবত পৃথিবীর কেউ মেসি ছাড়া বার্সেলোনা কল্পনাও করতে পারে না।\’

এই রিয়াল মাদ্রিদেই খেলেছেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। যিনি এখন ইতালির জুভেন্তাসে। স্পেনের সঙ্গে কাতালুনিয়াদের যে রাজনৈতিক শত্রুতা আছে, সেটা মেসিদের মাঝেও বিরাজমান। তাই তার রিয়ালে আসার ভাবনা এক অর্থে অবান্তর। টনি ক্রুস মনে করেন ম্যানচেস্টার সিটিই মেসির জন্য হতে পারে আদর্শ দল, \’আমার মতে এটাই সেরা বিকল্প। কারণ তাদের আছে পেপ গার্দিওলা। সে (মেসি) বিশ্বের অন্যতম সেরা তবে আমার কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বসেরা।\’

Scroll to Top